বঙ্গে ভোট প্রক্রিয়া চলাকালীনই মুখ্য নির্বাচন আধিকারিকের পদে বসছেন সুশীল চন্দ্র। সোমবার অর্থ্যাৎ ১২ তারিখই কার্যকালীন মেয়াদ শেষ হয়েছে সুনীল আরোরার। তাই ১৩ এপ্রিল , মঙ্গলবার থেকে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন সুশীল চন্দ্র। সেই পদে বহাল থাকবেন ২০২২ সালের ১৪ মে পর্যন্ত।
সুশীল চন্দ্র ২০১৯ সালের ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে থেকেই দেশের ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অরোরার পর তিনিই সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার (Election Commission)। সেইকারণেই তাঁকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। বাংলার শেষ চার দফার নির্বাচনের কাজ সুশীলের অধীনেই হবে।আগামী দিনে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, এবং উত্তরাখণ্ডের নির্বাচনও তাঁর অধীনেই পরিচালনা করবে কমিশন।
সুনীল অরোরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। তার আগে রাজস্থান এবং ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেওয়ার ১৪ মাসের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের (Chief Election Commissioner) পদে উন্নীত হন সুনীল (Sunil Arora)। বাংলার ভোট ঘোষণার দিনই সুনীল অরোরা জানিয়েছিলেন, “মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক।”









































































































































