করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদ ফুটবলার র‍্যামোস

0
1

করোনা ( corona) আক্রান্ত রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা ফুটবলার সার্জিও র‍্যামোস (Sergio Ramos)। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের অফিশিয়াল টুইটার  জানান হয় এই খবর। আপাতত আইসোলেশনেই আছেন মাদ্রিদের এই ডিফেন্ডার।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে খেলেননি র‍্যামোস। ফেব্রুয়ারি মাসে হাঁটুর অস্ত্রোপচার হয় তাঁর। মার্চের মাঝামাঝি আবার চোট পান রিয়াল অধিনায়ক । তার মধ্যে আবার করোনা। যা নিয়ে চিন্তায় রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। ইতিমধ্যেই র‍্যামোসের ভক্তরা র‍্যামোসের দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা বার্তা পাঠিয়েছে।

এই নিয়ে রিয়াল শিবিরে দুই ফুটবলার করোনা আক্রান্ত হলেন। গত মঙ্গলবার রিয়ালের ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: ‘সঞ্জু স‍্যামসনের ব‍্যাটিং একটা  সময় চিন্তায় ফেলে দিয়েছিল’, বললেন রাহুল

Advt