বিয়ের দিন ঘোষণা করলেন ভারতীয় তারকা শাটলার জ্বালা গুট্টা

0
1

বিয়ের দিন ঘোষণা করলেন ভারতীয় তারকা শাটলার জ্বালা গুট্টা (jwala gutta)।  দ্বিতীয় বিয়ে করতে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের দিন ঘোষণা করলেন জ্বালা। ২২ এপ্রিল দক্ষিণী অভিনেতা ও প্রযোজক বিষ্ণু বিশালের (vishnu vishal) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জ্বালা।

গত বছর সেপ্টেম্বরে বিষ্ণুর সঙ্গে বাগদান হয়ে গিয়েছিল জ্বালার। মঙ্গলবার টুইটারে জ্বালা ও বিষ্ণু দু’জনই প্রকাশ্যে তাঁদের বিয়ের দিন জানিয়েছেন। সকল ভক্ত ও শুভাকাঙ্খীদের কাছে আশীর্বাদও চেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই তারকার পরিবারের আত্মীয় ও কাছের বন্ধুরা।

২০০৫ সালে ভারতের ব্যাডমিন্টন তারকা চেতন আনন্দের সঙ্গে বিয়ে হয়েছিল জ্বালার। কিন্তু ২০১১ সালে ওই সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদ ফুটবলার র‍্যামোস

Advt