বাড়ছে করোনা! পরিযায়ীদের ভিড় সামাল দিতে ১০৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল

0
1

দেশে ফের হু হু করে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে করোনা। তাহলে কি ফের লকডাউন? ফের বন্ধ হতে চলেছে ট্রেন পরিষেবা? এই প্রশ্নগুলিই ঘুরছে সাধারণ মানুষের মনে। করোনায় সবচেয়ে বিধ্বস্ত অবস্থা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লকডাউন এখন শুধু সময়ের অপেক্ষা। শহর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরাও। এই অবস্থায় মানুষের মধ্যে আতঙ্ক যাতে না বাড়ে তার জন্য ১০৬টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মধ্য রেলওয়ে। মহারাষ্ট্রের মুম্বই, পুণে ও সোলাপুর থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পরবর্তীকালে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেো জানানো হয়েছে।

পূর্ব মধ্য রেলের তরফেও চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। বিহারের পরিয়ায়ী শ্রমিকদের ফেরাতে আগে থেকেই এই বিশেষ ব্যবস্থা করছে রেল। মহারাষ্ট্রে পাকাপাকিভাবে লকডাউন পরিস্থিতি হলে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক স্টেশনে ভিড় বাড়তে শুরু করেছে পরিযায়ী শ্রমিকদের। অবস্থা বেগতিক বুঝে আগেই বাড়ি ফিরতে চাইছে তারা।

আরও পড়ুন- চিকিৎসা হল না গুজরাটের হাসপাতালে, কৃতী বাঙালি অধ্যাপিকার মৃত্যু করোনায়

Advt