একের পর এক হুমকি দিয়েই চলেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তিনি হুমকি দিলেন পুলিশকে। বললেন, “বিজেপি নেতাদের ধমকাবেন না, সারাজীবন আমাদের পায়ের নীচেই চাকরি করতে হবে।” অন্যদিকে দিলীপের শীতলকুচির মন্তব্যে নিন্দার ঝড় সর্বত্র।
সোমবার মুর্শিদাবাদের সুতিতে বিজেপি প্রার্থী কৌশিক দাসের সমর্থনে জনসভা করেন সাংসদ দিলীপ ঘোষ। সেখান থেকে পুলিশকে উদ্দেশ করে বলেন, “ওসি আপনাদের এত সাহস একটা সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছেন। এসব করবেন না। ভুলেও এদের ধমকানো-চমকানোর দুঃসাহস দেখাবেন না। মনে রাখবেন বাকি জীবন আমাদের পায়ের নীচে চাকরি করতে হবে। কারও ধার ধারব না।”
আরও পড়ুন-দিলীপ ঘোষের প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের
শীতলকুচির ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসুকে। দিলীপ বলেন, “সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয়, কোনও কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” রাহুল বলেন, “ওখানে চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।” সায়ন্তন বসুর বক্তব্য, “বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।”





































































































































