নাইট গার্ড থেকে আইআইএমে অধ্যাপনা, রূপকথার উত্তরণ রঞ্জিতের

0
1

একটা সময়ে ভেবেছিলেন পড়াশোনা ছেড়ে দেবেন। কারণ রোজগার করতে না পারলে সংসার চলবে না। আর চাকরি করতে গেলে পড়াশোনা হবে না। কিন্তু যার দু চোখ ভরা স্বপ্ন, আর ভাগ্যলক্ষ্মী যার সহায় তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই কঠিন থেকে কঠিনতর পথ পার করে দেশের অন্যতম বিখ্যাত প্রতিষ্ঠান আইআইএম- এ অধ্যাপকের চাকরি পেয়ে গেলেন তিনি। তিনি রঞ্জিৎ।

ক্লাস টুয়েলভ পাশের পর পড়াশোনা ছেড়েই দিচ্ছিলেন। কারণ অর্থাভাব। এরপর  পানাথুরে বিএসএনএল-এর টেলিফোন এক্সচেঞ্জে নাইট গার্ডের চাকরি পেয়ে গেলেন। সারাদিন পড়াশোনা। আর সারারাত চাকরি। অর্থনীতিতে স্নাতক স্তরে ভর্তি হয়ে গেলেন পিউস এক্স কলেজে। কেটে গেল তিনটে বছর। এরপর ধাপে ধাপে কেরালা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও তারপর আইআইটি মাদ্রাজে পড়াশোনা। দুর্দান্ত নম্বর থাকায়  পিএইচডি করতে কোনো অসুবিধা হয়নি। গবেষণা শেষে অধ্যাপনার শুরু। প্রথমে বেঙ্গালুরুর ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে।  তারপরেই সুযোগ চলে এল আইআইএম রাঁচিতে অর্থনীতিতে অধ্যাপনা করার সুযোগ।

আর এভাবেই রঞ্জিৎ ছুঁয়ে ফেললেন তাঁর স্বপ্নকে।  উত্তরনের এই পথটা শুনতে রূপকথার মতো লাগলেও পথের পরিক্রমাটা কিন্তু মোটেই সহজ ছিল না।  কিন্তু জটিল সমস্যার সমাধান কীভাবে হবে তা যে রঞ্জিৎ জানেন। তাই তো তিনি সফল। নাইট গার্ড থেকে আইআইএমে অধ্যাপনা। তাই তো সত্যিই  রূপকথার রাজপুত্র রঞ্জিৎ।

Advt