জয় দিয়ে আইপিএলের সফর শুরু করল কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে পরাস্ত করল নাইট বাহিনী।
অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিং (Harbhajan Singh) আইপিএলে কেকেআরের (KKR) প্রথম ম্যাচেই অভিষেক (debut cap) করে ফেললেন নাইট জার্সিতে ৷ এবারের মিনি নিলামে তাঁকে ২ কোটি টাকায় কিনেছিল শাহরুখ খানের দল৷
প্রায় ২ বছর পর হরভজন আইপিএলে ফিরলেন৷ ২০১৯ এ সিএসকে-র জার্সিতে আইপিএল ফাইনাল খেলেছিলেন ভাজ্জি৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৯ এ ১২ মে খেলেছিলেন।
এদিনের ম্যাচে প্রথম ওভারেই বল করছিলেন তিনি৷ তাঁর বলেই ডেভিড ওয়ার্নার কার্যত বাড়ি যেতেন কিন্তু সেই সময় প্যাট কামিন্স ক্যাচ ফেলায় তাঁর উইকেট মিস হয়৷এদিনের ম্যাচে ১ ওভার বলে করে ৮ রান দেন ভাজ্জি৷
এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন ৪০ বছরের তারকা স্পিনার৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.