একুশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম-এর একঝাক তরুণ প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। একদিকে তৃণমূল-বিজেপি যখন সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করছে ঠিক এমন সময় অন্যদিকে সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা ধর এবং মীনাক্ষি মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
মিমে রয়েছে বিজেপির প্রার্থী শ্রাবন্তী-পায়েল যাঁদের ‘সেক্সি ননদ-বৌদি’ বলা হয়েছে। সেখানে রয়েছে মিমি-নুসরত তাঁদের “স্টাইলিশ দিদি-বোন” বলা হয়েছে। ওই একই ছবিতে রয়েছেন সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা এবং মীনাক্ষি যাঁদের বলা হয়েছে “কাজের মাসি”। এমন কুরুচিকর মিমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে খোদ সিপিআইএম প্রার্থী দীপ্সিতা। এবং বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও বহু নেটিজেনরা এই পোস্টটির চরম বিরোধিতা করেছেন।
আরও পড়ুন-ফের বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল আমেরিকা, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু
ফেসবুকে একটি পোস্টে দীপ্সিতা লিখেছেন, “বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে “কাজের মাসি” লিখেছে।
এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। আমাদের নির্বাচনের সময় মমতা ব্যানার্জী-র মত মিথ্যার বেসাতি করে বলতে হয়না- “আপনার বাড়ির বাসন মেজে দেব”। গৃহপরিচারিকাদের জন্য, লকডাউনে তাদের বেতনের জন্য, তাদের সুরক্ষার প্রশ্নে দাবীদাওয়ার লড়াই বামপন্থীরা করেছে ও করবে।
সব শেষে একটা কথা-
” ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে”
বাম সমর্থক শ্রীলেখা লিখেছেন, “ওই সো কলড সেক্সি ননদ, বউদি, দিদি, বোনকে ১ লক্ষ দিয়ে গুণ করে একটা একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুক দেখি তবে মুরোদ বোঝা যাবে। এটাতে আবারও এদের কদর্য রুচির পরিচয় পাওয়া গেল। খেলা হবে আর রগড়ে দেব যাদের ভাষা, তাদের থেকে এছাড়া আর কী হবে?”








































































































































