‘দিলীপ ঘোষকে এখনই গ্রেফতার করা উচিত’, দাবি তৃণমূলের লাভলির

0
1

শীতলকুচি নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে দ্রুত গ্রেফতারের দাবি জানালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র (Lovely Moitra)
শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে জেরে রাজ্য জুড়েই বিতর্ক তৈরি হয়েছে৷ আর সেই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির (BJP) সভাপতিকে গ্রেফতারের দাবি জানালেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র। দিলীপ ঘোষের মন্তব্যের কঠোরযসমালোচনা করে লাভলি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে এইভাবে ৪ জন নিরীহ মানুষের প্রাণ কাড়লো কেন্দ্র। তা নিয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, সেজন্য জন্য অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত।”
প্রসঙ্গত. রবিবারই বরানগরের এক প্রচার সভায় দিলীপ ঘোষ বলেন, ”শীতলকুচি কী দেখেছেন! এরপর বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। এদিন শীতলকুচির ওই ঘটনার প্রতিবাদে সোনারপুর মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল হয়। কালো ব্যাচ পরে, মুখে কালো কাপড় লাগিয়ে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ওখানেই লাভলি বলেন, “দিলীপ ঘোষ এই বক্তব্যের মধ্য দিয়ে খুনের হুমকি দিয়েছেন। সেক্ষেত্রে তাঁকে কেন এখনও গ্রেফতার করা হল না, এই প্রশ্ন তোলেন তিনি৷ তৃণমূল প্রার্থী লাভলি আরও বলেন, “২ মের পর মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব বুঝে নেবে।”

Advt