কয়লাকাণ্ডে বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে তলব CBI-এর

0
1

কয়লাকাণ্ডে এবার বাঁকুড়ার এসপিকে (SP) কোটেশ্বর রাওকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই (CBI) আগামীকাল তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চম বারের জন্য লালাকে তলব করে CBI। কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে সেদিন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারো আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানানো হয়েছে, এই কয়লা পাচারের কাজে লালাকে সব রকম ভাবে সাহায্য করত গুরুপদ। তাই তাঁর সঙ্গী গুরুপদকে এদিন লালার মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল শীতলকুচিতে! বিস্ফোরক রাহুল সিনহা

কিন্তু কয়লা পাচার তদন্ত দ্রুত এগোনোর ক্ষেত্রে মূল বাধা সুপ্রিম কোর্টের নির্দেশিকা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। এর আগে ৬ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ ছিল লালার। সেই অনুযায়ী ৬ তারিখ পার হলেই লালকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সিবিআই। কিন্তু ৬ তারিখ ফের নতুন করে লালাকে স্বস্তির খবর শুনিয়েছে শীর্ষ আদালত । রক্ষাকবচ বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ফলে, আপাতত লালাকে এক্ষুনি গ্রেফতার করতে পারবে না সিবিআই।

এরপর আজ, সোমবার কয়লাকাণ্ডে এবার বাঁকুড়ার এসপিকে (SP) কোটেশ্বর রাওকে তলব করল সিবিআই।

Advt