সভা চলাকালীন অজ্ঞান হয়ে গেলেন দিলীপের নিরাপত্তারক্ষী

0
1

সোমবার মুর্শিদাবাদের ফারাক্কায় বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষের সমর্থনে জনসভা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা চলাকালীন তাঁর নিরাপত্তারক্ষী সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। সেই সময় সঙ্গে সঙ্গে নিজের বক্তৃতা থামান দিলীপ।

সেখানে উপস্থিত থাকা আরও বিজেপি নেতা-কর্মীদের দিলীপ বলেন, তাঁকে বসিয়ে দিতে। রোদ্রে মাথা ঘুরে গিয়েছে। সে সময় শ্রোতাদের একাংশ ওই অসুস্থ জওয়ানকে দেখতে সামনের দিকে এগিয়ে এলে তাঁদের উদ্দেশে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, “প্রত্যেক বছর ওই গরমের সময় নির্বাচন হয়। আমরা সকলে ঘুরে ঘুরে নির্বাচন করি। আপনারা বসুন। কোনও চিন্তা নেই। ওঁরা খুব শক্ত আছেন।”

আরও পড়ুন-‘শীতলকুচির মতো ঘটনা আমরা চাই না’, প্রবল চাপে সুর বদল দিলীপ ঘোষের

ওই নিরাপত্তারক্ষীকে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, প্রখর রোদের কারণেই মাথা ঘুরে গিয়েছিল তাঁর। এখন সুস্থ।

Advt