দিল্লির নয়ডার সেক্টর ৬৩-র কাছে একটি বস্তিতে আচমকাই ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয় দুই শিশুর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালানোর পর শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ২টি তিনবছরের শিশুর মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে, এখনও পর্যন্ত অন্তত ১৫০টি ঝুপড়ি পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
রবিবার দুপুরে আচমকাই নয়ডার বাহোলপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কি থেকে এই আগুন লেগেছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আগুন লাগার পরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।































































































































