ভাটপাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

0
3

গুলিবর্ষণের মধ্যে দিয়ে শেষ হয়েছে চতুথ দফার ভোটগ্রহণ। বাকি রয়েছে এখনও চারদফা নির্বাচন। বাকি কেন্দ্রের ভোটে যেন রক্তের রং না লাগে তাই তৎপর রয়েছে প্রশাসন। কিন্তু এরই মধ্যে ভাটপাড়ায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল জয়চণ্ডীতলা এলাকার একটি ক্লাব থেকে এই বোমা সহ বোমা তৈরির সরঞ্জামের হদিশ পেয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ভাটপাড়া এলাকায় গোপন অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই তাজা কৌটো বোমা, বোমা তৈরির মশলা এবং গুলি উদ্ধার হয়। পুলিশের সন্দেহ, এই ক্লাবে বোমা তৈরির করা হচ্ছিল। পরের দু’দফাতেই রয়েছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নির্বাচন। ভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা মজুত করা হচ্ছিল বলেই দাবি পুলিশের। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁরা।এলাকায় চলছে চিরুণী তল্লাশি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে অঙ্কিত সাউ, লক্ষণ দেবনাথ সহ একাধিক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে এই বোমা মজুত করছিল খোদ বিজেপি সাংসদই।

Advt