টানা ৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা! কবে কবে জেনে নিন

0
1

মাঝে শুধুমাত্র একদিন খুলবে, তারপর আবারও বন্ধ থাকবে ব্যাঙ্ক। চলতি সপ্তাহে একদিনই কর্মদিবস। ৭ দিনের মধ্যে ৬ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১০ ই এপ্রিল থেকে সোজা ১৬ ই এপ্রিল, টানা ৬ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা। ব্যাঙ্কের ছুটি যদিও অঞ্চল বিশেষে আলাদা আলাদা হতে পারে।

আরবিআই এর তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী জেনে নিন এপ্রিলে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ এপ্রিল মঙ্গলবার- উগাদি, তেলেগু নিউ ইয়ার, বোহাগ বিহু, গুড়ি পরবা, বৈশাখি, বিজু উৎসব।

১৪ এপ্রিল বুধবার ডা: আম্বেদকর জয়ন্তী, অশোকা দ্য গ্রেটের জন্মদিন, তামিল নিউ ইয়ার, মহা বিশুবা সংক্রান্তি, বোহাগ বিহু।

১৫ এপ্রিল বৃহস্পতিবার- হিমাচল ডে, পয়লা বৈশাখ।

১৬ এপ্রিল  শুক্রবার- বোহাগ, বিহু।

২১ এপ্রিল মঙ্গলবার- রাম নবমী,

২৪ এপ্রিল মাসের চতুর্থ শনিবার,

২৫ এপ্রিল- মহাবীর জয়ন্তী।

আরও পড়ুন- ‘ফাটাকেষ্ট’র কায়দায় জনসভায় মিঠুনের দেদার প্রতিশ্রুতি, খালি নিজের রান্নাঘরে নজর নেই!

Advt