শান্তিপুরে আজই শাহর পাল্টা সভা কুণালের

0
1

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পাল্টা আজই শান্তিপুরে সভা তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। রবিবার, বিকেলে সূত্রগড়-শান্তিগড় কলোনি মাঠে জনসভা করবেন তিনি। এদিন শান্তিপুরের রোড শো-র পরে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটে অশান্তি সৃষ্টি করতে চাইছে। শীতলকুচিতে তারাই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অস্ত্র কেড়ে নিতে চায় বলে গুলি চলে। যদিও তৃণমূলের তরফ থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)-সহ অন্যান্য নেতারা শনিবার থেকেই এই ‘আত্মরক্ষার্থে গুলি চালানোর’ কথা মানতে নারাজ। প্রশ্ন ওঠে যদি জওয়ানদের আক্রমণ করা হয়, তাহলে তার প্রমাণ কোথায়? কেন জলকামান বা টিয়ার গ্যাসের মত কিছু ব্যবহার না করে সরাসরি গুলি চালানো হল? এবং তা চালানো হয়েছে বুক লক্ষ্য করে। এদিন জনসভা থেকে অমিত শাহর অভিযোগের কী জবাব দেন কুণাল- সেটাই দেখার।

এর আগে বিভিন্ন দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে কেন্দ্রীয় সরকারের তথা বিজেপির (Bjp) কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন কুণাল। তাঁদের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ তোলেন তিনি। তবে, শীতলকুচির ঘটনার পর যেভাবে সেটিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব এদিনের শান্তিপুরের সভা থেকে সেটারই কড়া ভাষায় কুণাল জবাব দেবেন বলে, মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:টিকার অভাবে বহু সেন্টার বন্ধ, ওদিকে মোদির ডাকে শুরু ‘টিকা উৎসব’, কটাক্ষ রাহুলের

Advt