কোচবিহারের শীতলকুচিতে ৫ নিরস্ত্র গ্রামবাসীর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার এই ঘটনায় সরব হল বাংলা পক্ষ। কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডকে ঘিরে প্রতিবাদের সুর চড়ান বাংলা পক্ষের নেতৃত্ব কমিটির সদস্য গর্গ চট্টোপাধ্যায়। শীতলকুচির দুর্ঘটনাকে ‘গণহত্যা’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, বাঙলায় হওয়া এই ‘গণহত্যার’ উত্তর কড়ায় গণ্ডায় শোধ করতে হবে ভোট বাক্সে।
এদিন বিকেলে বাংলা পক্ষের ফেসবুক লাইভ থেকে গর্গ কেন্দ্রীয় জওয়ানকে ‘গুটখা বাহিনী’ বলেও কটাক্ষ করেন। বলেন এদেরই আরেক সদস্য তারকেশ্বরে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার না করে কোচবিহারে পরবর্তী ডিউটির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বাঙ্গালীরা এসব চেয়ে চেয়ে দেখব না। এদের আটকাতে বিপুল ভোটের মাধ্যমে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন।
কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে গর্গ চট্টোপাধ্যায় আরও বলেন, এই হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলুন।এটা বাঙলা এখানে এইভাবে গণহত্যা চলবে না। মোঘলরা, বর্গীরা এইভাবে গণহত্যা করেছে।এখন দিল্লির ‘গুটখা বাহিনী’ বাঙলাকে ছিন্নভিন্ন করতে চায়। বাঙালীকে ‘বঙ্গাল’ বানাতে চায়। কিন্তু বাংলা বাংলাই থাকবে ।ইউপি বিহার হবে না।’ তিনি বলেন, আমার আপনাদের কাছে অনুরোধ, বিপুল গণপ্রতিরোধ গড়ে তুলুন।বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে ভোট দিন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.