প্রথমবার ভোট দিতে এসে কোচবিহারের শীতলকুচিতে খুন তরুণ

0
2

ভোটের দিন সকাল থেকেই কোচবিহারের শীতলকুচি পাঠানপুলি, খলিসামারি এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকালে থেকেই নির্বাচনকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সকালে বিজেপি কর্মীরা কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বলেও অভিযোগ। সংঘর্ষের জেরে বোমাবাজি হয়। গুলিও চলে। এই ঘটনায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক তরুণের গুলি লাগে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই তরুণ প্রথমবার ভোট দিতে এসেছিলেন বলে জানা গিয়েছে। আর এই মৃত্যুকে ঘিরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃত ওই তরুণ কোন রাজনৈতিক দলের সমর্থক সে নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Advt