বঙ্গ নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির(BJP)। নিয়ম করে প্রতিদিন রাজ্য সফর করে যাচ্ছেন নরেন্দ্র মোদী(Narendra Modi), অমিত শাহ, জেপি নাড্ডারা। শুক্রবার একত্রে বঙ্গ সফর করে গিয়েছেন অমিত শাহ(Amit Shah) ও জেপি নাড্ডা(JP nadda)। চেনা ছকে এবার চতুর্থ দফা নির্বাচনে ফের বাংলায় ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর শনিবার রাজ্যে দুটি জনসভা রয়েছে তাঁর।
বিজেপি তরফে প্রকাশিত নরেন্দ্র মোদির সফর সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১২টা নাগাদ নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন শিলিগুড়িতে। শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভার আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। এই জনসভায় প্রধান বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরের সভা সারার পর মোদির দ্বিতীয় জনসভা হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগরে। এখানে কৃষ্ণনগর কলেজ ময়দানে দুপুর ৩.২০তে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, বিগত নির্বাচনগুলি যদি লক্ষ্য করা যায় তবে দেখা যাবে প্রতি দফা নির্বাচনের দিন বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রথম দফা নির্বাচনে বাংলাদেশ সফরে ছিলেন তিনি। বাংলাদেশ থাকলেও সেখান থেকে মোদির নজরে ছিল মতুয়া ভোট। কিন্তু কেন শুধুমাত্র নির্বাচনের দিন প্রধানমন্ত্রীকে বঙ্গে করে আনা হচ্ছে? এর কোনো ব্যাখ্যা বিজেপির তরফে দেওয়া না হলেও, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনকে প্রভাবিত করতেই ভোটের দিন বেছে বেছে আনা হচ্ছে মোদিকে।
আরও পড়ুন- করোনা পজিটিভ হয়েও ভোট প্রচার রন্তিদেবের, তদন্তে নির্বাচন কমিশন