চতুর্থ দফার ভোটের দিনও অশান্তি ভাঙড়ে। দিনকয়েক আগে থেকে এই কেন্দ্রকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানোতর। ভোট শুরুর কয়েকঘণ্টা আগেই ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় আইএসএফের কর্মীরা। তৃণমূলের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এসমাইল মোল্লার বাড়ির সামনে পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ সদস্যরা। যদিও আইএসএফের দাবি, নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কোনওরকম অশান্তি এড়াতে এদিন সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।