বাংলায় ভাষণ, তবু কৃষ্ণনগরে লিখিত বক্তৃতা পড়লেন মুকুল

0
1

এই প্রথম দেখা গেল।
বাংলার ভোটে বাংলার কোনো বাঙালি প্রার্থী নিজের প্রচারে লিখিত ভাষণ পড়ছেন। তাও আবার মুকুল রায়ের মত তথাকথিত বড় নেতা।

শনিবার কৃষ্ণনগরে মোদির সভায় মুকুল বাংলায় লেখা বক্তৃতা পড়ে ভাষণ দিলেন।

আরও পড়ুন:বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ায়

হল কী মুকুলের!!!

বিজেপি সূত্রের খবর, ইদানিং কিছু ভাষণে খেই হারিয়ে অসংলগ্ন বলেছিলেন মুকুল। তাই এদিন লিখিত ভাষণের পাঠ করা হয়। এটি অবশ্য অস্বাভাবিক এবং দৃষ্টিকটূ। কোনো পয়েন্ট লিখে আনা নোট বা নথি দেখানো আলাদা কথা। কিন্তু ভাষণটিই যদি লিখে আনা হয় তাহলে জল্পনার অবকাশ থাকে বই কী! এরপর অনেকেই মুকুলের শারীরিক সুস্থতার খবর নিয়েছেন।

Advt