“পোদে”র ঝুঁকি নিলেন না মোদি, আজ মুখে “কমল”

0
1

পদ্মে কথাটি উচ্চারণ করতে গিয়ে লাগাতার “পোদে” বলে বিড়ম্বনায় পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি( nrendra modi)। মূলত টেলিপ্রম্পটার দেখে ইংরেজি হরফে লেখা বাংলা পড়তে গিয়েই বিপত্তি। পদ্মে ছাপ কথাটি লেখা ছিল “podde chhap.” মোদি পড়েছিলেন “পোদে”।

এনিয়ে বিস্তর কটাক্ষ, রসিকতা হয়েছে।
পদ্ম বিষয়টা না জেনেই পড়তে গেছিলেন, তাও ধরা পড়ে গেছে। ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার তিনি আর ” পোদে ছাপ” বলার ঝুঁকি নেননি। এদিন “কমল ছাপ” বলে পদ্ম উচ্চারণ এড়িয়ে গেছেন।

আরও পড়ুন:কাল রবিবার শীতলকুচিতে মমতা, রাজ্যজুড়ে তৃণমূলের মিছিল

 

Advt