পয়লা বৈশাখ হুইলচেয়ারে ফের শহরের রাস্তায় মমতা

0
1

পয়লা বৈশাখ ফের হুইলচেয়ারে শহরের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সূত্রের খবর, পূর্ব কলকাতার বেলেঘাটা এবং মানিকতলা এলাকায় ৪ কিমি পথে রোড-শো (Road-Show) করবেন তিনি। এই রোড-শো শুরু হবে দুপুর ২টো নাগাদ। এই দুই কেন্দ্রে তৃণমূলপ্রার্থী যথাক্রমে পরেশ পাল এবং সাধন পাণ্ডে৷ দুই প্রার্থীই ২০১১ থেকে একই কেন্দ্রের বিধায়ক৷

আরও পড়ুন- শুরু হল চতুর্থ দফার নির্বাচন, ৫ জেলার ৪৪ আসনে ভোটগ্রহণ চলছে

গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর পর হুইলচেয়ারে চেপে ফের ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েন তিনি। গত ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রোড শো করেন তিনি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হুইলচেয়ারে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাপিয়ে প্রচার করছেন মমতা। আজ শনিবার চতুর্থ দফায় ভোট চলছে রাজ্যে ৷ পঞ্চম দফার আগে ফের কলকাতার বেলেঘাটা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে ফের রোড-শো করতে চলেছেন মমতা।