চতুর্থ দফার কয়েক ঘন্টা আগে অপসারিত ভাঙড়ের আইসি

0
2

রাত পোহালেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। ঠিক তার কয়েক ঘন্টা আগে ভাঙড় থানার আইসি শ্যামপ্রসাদ সাহাকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়কে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা STF-র ইনস্পেকটর পদে কর্মরত ছিলেন তিনি। ভাঙড় থানার আইসি বদলি হয়ে গেলেন ভবানীভবনে।

গত কয়েকদিন ধরেই ভাঙড় থানার ওসি শ্যামপ্রসাদ সাহাকে বদলির দাবি করছিলেন সিপিএম ও আইএসএফের নেতারা। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে অবস্থানে বসে পড়েন সিপিএম ও সংযুক্ত মোর্চার নেতারা। প্রায় আড়াই ঘন্টা ধরে মুখ্য নির্বাচনী আধিকারিককে ঘেরাও করে রাখেন সিপিএম নেতারা। এই ঘটনার পর অবশেষে রাত্রে বদলি করা হয় ভাঙড় থানার ওসি শ্যামপ্রসাদ সাহাকে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়কে।

আরও পড়ুন- একটি ভিডিও, কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল

Advt