ত্রিপুরায় উপজাতি পরিষদের নির্বাচনে লজ্জার হার বিজেপির

0
3

নিজেদের সরকার থাকা সত্ত্বেও ত্রিপুরার(Tripura) মাটিতে বড়সড় ধাক্কা খেলো গেরুয়া শিবির। পঞ্জাব, হিমাচল প্রদেশের পুর নির্বাচনে লজ্জার হারের পর ত্রিপুরায় উপজাতি পরিষদের ভোটেও কার্যত ভরাডুবি হল গেরুয়া শিবিরের। এখানে ২৮ টি আসনের মধ্যে মাত্র ৯ টি আসনে জয় পেয়েছে বিজেপি(BJP) ও তার জোট সঙ্গী। অন্যদিকে ১৮ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ত্রিপুরার নতুন একটি দল টিপ্রা(Tipra)।

প্রসঙ্গত, উপজাতি পরিষদে মোট ৩০ টি আসন রয়েছে। যার মধ্যে দুটি আসন রাজ্যপাল নির্বাচিত। বাকি ২৮ টি আসনে নির্বাচন হয় গত ৬ এপ্রিল। শনিবার ছিল ভোট গণনা। ফলাফল ঘোষণার পর দেখা গেল শাসক দল বিজেপিকে কার্যত দুরমুশ করে ১৮ টি আসন দখল করেছে টিপ্রা। অন্যদিকে বিজেপি ও তার জোট সঙ্গী ‘ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা’ পেয়েছে ৯টি আসন। নির্দল পেয়েছে ১টি। কংগ্রেস ও বাম খাতা খুলতে পারেনি এখানে।

আরও পড়ুন:আপাত শান্ত ভাঙড়ে মুচকি হাসি আরাবুলের, আগাম জয়গান তৃণমূলের

উল্লেখ্য, ত্রিপুরাতে নতুন গঠন করা এই টিপ্রার প্রধান মাণিক্য দেববর্মন। যিনি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। পূর্বে রাজ্যের কংগ্রেস সভাপতি ছিলেন তিনি কিন্তু গত সেপ্টেম্বর মাসে নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে দলের সঙ্গে মতবিরোধ হাওয়ায় কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেন মানিক্য দেববর্মন। উপজাতি পরিষদের নির্বাচনে বিপুল সাফল্য পেল শব্দ তৈরি হওয়া দল টিপ্রা।

Advt