প্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, গাড়ি ভাঙার অভিযোগ

0
3
locket chatterjee

প্রবল বিক্ষোভের মুখে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। লকেটের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে প্রথমে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এরপর তৃণমূলের বিরুদ্ধে তাঁর অভিযোগ, তারাই তাঁর গাড়ি ভেঙেছে।

শনিবার সকাল থেকেই রাজ্যের ৫ জেলার মোট ৪৪ টি আসনে চলছে ভোট দানের পর্ব। মোট ৮ দফায় ভোট হবে এ রাজ্যে। আজ চতুর্থ দফার ভোটদান পর্ব চলছে। সকাল থেকেই বিভিন্ন বুথ থেকে হিংসার ঘটনার খবর সামনে আসছে। একের পর এক উত্তেজনার খবর আসছে সকাল থেকে। ইতিমধ্যেই চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তাঁর গাড়ি ভাঙা হয়েছে বলে তিনি অভিযোগ করেছে। তিনি জানাচ্ছেন, তিনি নিজেও আক্রান্ত হয়েছেন। তাঁর হাতে আঘাত লেঘেছে বলে জানাচ্ছেন তিনি।

আরও পড়ুন-সুজন চক্রবর্তী-সহ নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো!

এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে সেখানে। তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আরও অনেকে লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advt