অভিযুক্তকে ধরতে গিয়ে খুন বিহার পুলিশের আধিকারিক?

0
1

এক রাজ্য থেকে আরেক রাজ্যে অভিযুক্তকে ধরতে এসে নিজেই মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের। সূত্রের খবর, দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে ওই ইন্সপেক্টরের। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইসলামপুরের পান্তাপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে শনিবার গ্রেফতার করা হয়েছে।

অশ্বিনী কুমার নামে ওই আইসির ওপর হামলা হয় বলে অভিযোগ। উত্তর দিনাজপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করতে শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে আসেন বিহারের কিষানগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর অশ্বিনী। অভিযোগ, অভিযুক্ত-সহ আরও কয়েক জন দুষ্কৃতী অশ্বিনী কুমারকে খুন করেছে।

আরও পড়ুন-শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর দায় তৃণমূলের দিকে ঠেললেন মোদি

উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক-সহ পুলিশবাহিনী সেখানে পৌঁছে ওই পুলিশ ইন্সপেক্টরের দেহ উদ্ধার করেছে। রাজ্যে এসেছেন বিহারের পুলিশ আধিকারিকরাও। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেছেন, ওই পুলিশ অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে।

শনিবার রাজ্যের ৫ জেলার ৪৪ টি আসনে চলছে চতুর্থ দফার ভোট। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসছেন। আজ চতুর্থ দফা নির্বাচনের মধ্যে বাংলায় বলি হয়েছেন ৫ জন। রক্তাক্ত রাজ্য। একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। তারমধ্যেই ভিন রাজ্যের পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনা।

Advt