রেগে গেলেন রাহুল দ্রাবিড়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরাট কোহলির

0
1

রেগে তান্ডব রাহুল দ্রাবিড়(rahul dravid) । অবাক হচ্ছেন? শান্তশিষ্ট দ্রাবিড় হঠাৎ রেগে গেলেন কেন? যা দেখে অবাক ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli) । শান্তশিষ্ট দ্রাবিড় কেন রেগে গেলেন ? যে কিনা মাঠ বা মাঠের বাইরে শান্ত থাকেন, সে রাগলো কিসে? আসলে একটি বিজ্ঞাপনে এমনই রূপ দেখা যাচ্ছে ‘দ‍্য ওয়ালের’।

ক্রেডিট কার্ড পেমেন্টের একটি অ‍্যাপে দেখা যায়, দ্রাবিড় জ‍্যামে ফেঁসে গিয়েছেন। ক্ষোভ প্রকাশ করছেন আশাপাশে চালকদের ওপর। ব‍্যাট দিয়ে লুকিং গ্লাস ভেঙে দিয়েছেন, চিৎকার করছেন। আর এই বিজ্ঞাপন দেখে অবাক বিরাট কোহলিও। নিজের সোশ্যাল মিডিয়ায় বিরাট লেখেন,” তোমার এমন রূপ আমি আগে দেখিনি রাহুল ভাই।”

আরও পড়ুন –ইউরোপা লিগে দুরন্ত জয় পেল ম‍্যানইউ, ড্র আর্সেনালের

Advt