রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত

0
1

আর মাত্র কয়েকদিন পরই. তিনি পা রাখতেন শততম বর্ষে৷

তা আর হলো না, সেঞ্চুরির দোরগড়ায় এসে প্রয়াত হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (Prince Philip)৷ রাজপরিবারের তরফে সরকারিভাবে এক বিবৃতি প্রকাশ করেেে  ডিউক অব এডিনবরা ফিলিপের মৃত্যুসংবাদ জানানো হয়েছে। শুক্রবার সকালেই উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিন্স ফিলিপ।

মাত্র মাসখানেক আগে গুরুতর অসুস্থ হওয়ায় প্রিন্স ফিলিপকে ভর্তি করাতে হয় হাসপাতালে৷ দীর্ঘ এক মাস হাসপাতালে কাটিয়ে গত ১৬ মার্চ বাড়ি ফিরেছিলেন প্রাক্তন নেভি কম্যান্ডার এই প্রিন্স৷ তারপর থেকে প্রকাশ্যে বিশেষ দেখা যেত না তাঁকে। আর শুক্রবার ব্রিটেন রাজপরিবারে পতন হলো মহীরুহ’র৷ ভেঙে গেল সাত দশকেরও বেশি সময়ের জুটি, সঙ্গীহারা হলেন রানি৷ ৯৪ বছর বয়সী বয়সী দ্বিতীয় এলিজাবেথের কাছে প্রিন্স ফিলিপের মৃত্যু একটা বিরাট বিপর্যয়৷

Advt