মাতৃবন্দনা গ্রুপ তৈরি করে মেয়েদের ২৫ হাজার কোটি লোন দেব : উত্তর বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী

0
1

আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে একটা নতুন টিম তৈরি করব। নাম দেব মাতৃবন্দনা। মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য ২৫ হাজার কোটি লোন দেব। সেলফ হেল্প গ্রুপে আমার প্রায় এক কোটি মেয়ে আছে। তারা এই টাকায় নিজেদের পায়ে দাঁড়াবে। ‘ শুক্রবার উত্তর ও দক্ষিণ বর্ধমানের নির্বাচনী জনসভায় বাংলার মহিলাদের জন্য স্বনির্ভরতার নতুন দিশা দেখালেন মুখ্যমন্ত্রী। তিনি বিশ্বাস দিলেন, ভরসা দিলেন, সাহস দিলেন গ্রামবাংলার কোটি কোটি মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে।

মমতা বললেন, মা বোনেরা আপনারা আমার ওপরে বিশ্বাস রাখেন তো? আমায় ভালবাসেন তো? আমরাই আবার সরকারে ফিরি সেটা চান তো? তাহলে তৃণমূলকেই ভোটটা দিন। আমি সব সময় আপনাদের পাশে থাকব। কিন্তু যদি ওই দুজন গুজরাটি বাংলা দখল করে নেয়, তাহলে বাংলা বাঁচবে না। বাংলার মাটি বাঁচবে না। বাংলার শহর বাঁচবে না। বাংলার প্রান্তর বাঁচবে না। বাংলার মা ভাই বোনেরা বাঁচবে না। যদি বিনা পয়সায় চাল পেতে চান তাহলে আমার সরকারকেই আসতে দিন। অন্য সরকার এলে সব বন্ধ করে দেবে। আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইলেও পারে না। টাকার জন্য পড়া বন্ধ হয়ে যায়। আমাদের সরকার তৈরি হলে আমি প্রত্যেক। স্টুডেন্টকে ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব। কাউকে আর টাকার জন্য ভাবতে হবে না।

তিনি বলেন, বিজেপি ৫০০ টাকা নিয়ে ভোট চাইতে এলে বলবেন কেন ভোট দেব? ওই ১৫ লক্ষ টাকা কী হলো, যেটা সবাইকে দেবেন বলেছিলেন। গ্যাসের দাম ৯০০ টাকা কেন জিজ্ঞেস করবেন।

Advt