লাগাম ছাড়া পরিস্থিতি ভারতে, শেষ ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার

0
1
ফাইল ছবি

করোনার লাগাম ছাড়া পরিস্থিতি ভারতে। দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি। দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ১ লক্ষ ছাড়াল ৷ এই নিয়ে পরপর তিন দিন ৷

করোনায় নতুন করে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১,৩১,৯৬৮ জন ৷ করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৬১,৮৮৯ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের ৷ বুধবার ১.১৫ লক্ষ, বৃহস্পতিবার ১.২৬ লক্ষের পর শুক্রবার দেশে আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছাড়ালো ৯ লক্ষ৷ দেশের দৈনিক আক্রান্তের শীর্ষে এখনও মহারাষ্ট্র। সে রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৮৬। গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

আরও পড়ুন-তিন দফায় ৬৮ আসন! শাহের দাবিকে ‘ভোকাল টনিক’ বলে কটাক্ষ তৃণমূলের

এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ৯ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার ২৬২ জন। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Advt