জম্মু ও কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ৫ জঙ্গি

0
1

ফের একবার উপত্যকায় বড় সাফল্য পেল সেনাবাহিনী(Army)। রাতভর সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উপত্যকায় খতম হলো ৫ জঙ্গি(terrorist)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) ত্রাল ও সোপিয়ানে। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে সোপিয়ানে মৃত্যু হয় ৩ জঙ্গির পাশাপাশি ত্রালে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জওয়ান। সোপিয়ানে এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, গোপন খবর পেয়ে সোপিয়ানের জান মহল্লায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না পেয়ে বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। ‌দীর্ঘক্ষন দু’পক্ষের গুলির লড়াই চলার পর ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জঙ্গির। পাশাপাশি নিরাপত্তা বাহিনী তাড়া খেয়ে স্থানীয় এক মসজিদের মধ্যে দুই জঙ্গি লুকিয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন:আইপিএলের মাঝে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রস্তুতির সারতে পারবেন কোহলিরা

পাশাপাশি এই অভিযান চলাকালীন জঙ্গিদের গুলিতে আহত হন ২ নিরাপত্তারক্ষী। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের ত্রালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় সেখানেও নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advt