সুজাতা কাণ্ডের রিপোর্টে সন্তুষ্ট নয় কমিশন, ফের রিপোর্ট তলব

0
2

আরামবাগের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের ওপর আক্রমণ নিয়ে যে রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, তা নিয়ে খুশি নয় কমিশন। তাই ফের তলব করা হল রিপোর্ট। বৃহস্পতিবারের মধ্যেই ফের রিপোর্ট তলব করেছে কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুজাতা কাণ্ডে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বাঁশ নিয়ে তাড়া করার কোনও প্রসঙ্গ ছিল না। কিন্তু একাধিক সংবাদমাধ্যমে তৃণমূল প্রার্থীকে বাঁশ নিয়ে তাড়া করার ভিডিও দেখা গিয়েছে। এই জন্যই ফের রিপোর্ট তলব করেছে কমিশন। বৃহস্পতিবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দিতে হবে কমিশনে।

প্রসঙ্গত ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণের দিনে আরামবাগে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ। সুজাতা অভিযোগ করেন, বিজেপির বুথ দখলের খবর পেয়ে আরামবাগ বিধানসভা আরণ্ডীর একটি বুথে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন বিজেপি কর্মীরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাঁকে বাঁশ নিয়ে তাড়া করা হয়। তাঁর প্রাণনাশের চেষ্টাও করে বিজেপি কর্মীরা। এমনকি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন- লকডাউনের সম্ভাবনা উড়িয়ে প্রধানমন্ত্রীর সওয়াল ‘করোনা- কার্ফু’, হবে ‘টিকা উৎসব’-ও

Advt