ময়নাগুড়িতে রোড শোর মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা দিলীপের

0
1

বিধানসভা নির্বাচনের প্রচারে ময়নাগুড়িতে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তাঁর রোড শোকে কেন্দ্র করে যে জমায়েত আশা করা গিয়েছিল তার থেকে অনেক কম বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । শহরের সুভাষনগর মোড় থেকে শুরু হয় রোড শো। যা দুর্গাবাড়ি মোড়, সিনেমাহল মোড়,নতুন বাজার হয়ে পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দিলীপ ঘোষ ছাড়াও রোড শোয়ে উপস্থিত ছিলেন, বিজেপির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৌশিক রায় , দলের অবজারভার কিষাণ শা ও সাংসদ ডা:জয়ন্তকুমার রায়। কিষাণ শা জানান, ময়নাগুড়ির আসনে এবার বিজেপিই জিতবে, তার প্রমাণ এই দিনের এই রোড শো। কৌশিক রায় জানান, এই রোড শোয়ের ফলে প্রচারের কাজ করা ও এই আসনে জয়লাভ করা সহজ হয়ে গিয়েছে।
তিনি যাই দাবি করুন না কেন ,এই কেন্দ্রে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হবে বিজেপি কে।

Advt