পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কখনই বলেননি দরকারে সরকার গড়তে তৃণমূলের সঙ্গে জোট হবে। এ নিয়ে বিভ্রান্তিকর ধারণাপ্রসূত খবর হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফে এখন বিশ্ব বাংলা সংবাদের একটি খবরের প্রেক্ষিতে একথা বলা হয়েছে। আমাদের সম্পাদকীয় বিভাগ জানাচ্ছেন, এটি অনিচ্ছাকৃত ভুলবোঝাবুঝি। আমরা কংগ্রেসের যথেষ্ট খবর দেখাই। অধীরবাবুর সাংবাদিক বৈঠকে এ নিয়ে নির্দিষ্ট উপসংহার না থাকাতেই এই ভুলবোঝাবুঝি। আমরা সব দলের সবরকম খবর গুরুত্ব দিয়ে করি। এখানে অন্য অর্থ খোঁজার কারণ নেই। কংগ্রেস প্রথমেই সরাসরি আমাদের জানালে শুরুতেই বিভ্রান্তির অবসান ঘটানো যেত। যাই হোক, ত্রিশঙ্কু বিধানসভার ক্ষেত্রে কংগ্রেস কী করবে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট হল না। সভাপতি বলছেন,” তখন দেখা যাবে।” আমাদের পরের প্রশ্ন, তিন দফা ভোট পার। এখনও রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীদের প্রচারে দেখা গেল না কেন? কেরল অগ্রাধিকার নিশ্চিত। কিন্তু তাই বলে বাংলার রাজনীতিতে প্রশ্ন উঠবে না? অধীরবাবুরা জানাচ্ছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ চালাচ্ছেন তাঁরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.