দিল্লি থেকে খামে টাকা এনে ভোট ভাগ করার ছক, হাড়োয়ায় বিস্ফোরক অভিষেক

0
1

আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় হাড়োয়া আসনে নির্বাচন রয়েছে। সেখানে শুক্রবার শেখ নুরুল ইসলামের সমর্থনে সভা করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকেই নাম না করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সিপিআইএম এবং কংগ্রেসকে তুলোধোনা করলেন তিনি।
তিনি বলেন, ‘‌আমফানের সময় ছিল না। করোনার সময় দেখা যায়নি। হঠাৎ করে চলে এল খাম। আসলে ভোট ভাগ করতে দিল্লি থেকে খামে করে টাকা এসেছে। এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, তাই কোনও ভোট ভাগ নয়। খাম ছিঁড়ে ফেরত পাঠান।’‌
এরই পাশাপাশি রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। জনগণ এবং দলীয় সমর্থকদের উজ্জীবিত করে তুলতে নানান ভোকাল টনিক দেন।
তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলেই নাগরিক পরিষেবা অব্যাহত থাকবে বলে জোর সওয়াল করছেন তিনি। সেখানে সংখ্যালঘু ভোট আব্বাস ভাগ করে বিজেপিকে যাতে সুবিধা করে দিতে পারে তার জন্যই এই খাম দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।
এবার সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সভা থেকে আব্বাস সিদ্দিকির দলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌আইএসএফের সঙ্গে যোগ রয়েছে বিজেপির।’‌
এদিন উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার অমরাবতী খেলার মাঠ থেকে ধানকল মোড় পর্যন্ত রোড শোতে অংশ নেন তিনি । অভিষেকের রোড শোতে ছিল জনসমুদ্র ।

Advt