বেলা যতই বাড়ছে ততই বাড়ছে তাপমাত্রা। গরমে নাকাল হচ্ছে নিত্যযাত্রীরা। তবে এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । তাদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। সেইসঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ হাওড়া,হুগলি ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে।সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
প্রসঙ্গত আজ ,বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকায় দিনভর অস্বস্তিতে ভুগবেন শহরবাসী। আবহাওয়া দফতর বলছে, দিনভর বাতাসের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ থাকবে। সর্বনিম্ন ৫৫ শতাংশ।































































































































