বাংলার হাইভোল্টেজ নির্বাচনে এবার যদি সবচেয়ে বেশি কোনও স্লোগান জনপ্রিয়তা পায়, তার মধ্যে “খেলা হবে…” অন্যতম। কিন্তু এদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ছবিটা অনেকটাই আলাদা। এবার তৃণমূল সুপ্রিমো টেনে আনলেন রিক্সা ও স্কুটি চালানোর প্রসঙ্গ।
আজ, বৃহস্পতিবার হুগলির বলাগড়ে জনসভা ছিল মমতার। যেখানে তাঁর দলের প্রার্থী লেখক মনোরঞ্জন ব্যাপারী। প্রথম জীবনে যিনি ছিলেন রিক্সা চালক। পেট চালাতে কুলি ও ডোমের কাজও করেছেন মনোরঞ্জনবাবু। তাই নিজের অতীতকে ভুলতে পারেননি বলাগড়ের তৃণমূল প্রার্থী।
রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেন, ”আমি শুনেছি মনোরঞ্জন ব্যাপারী রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। এটা ফ্যাক্ট? ভেরি গুড। আমি নিজেও রিক্সা চালাতে পছন্দ করি, স্কুটি চালাতে পছন্দ করি। আমি সব কিছু কাজ করতে পছন্দ করি।”
আরও পড়ুন- ভোটের সময় রাজ্যে করোনা নিয়ন্ত্রণ করবে কে? এই প্রশ্নে তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে































































































































