অনুপ্রবেশকারীরা যদি ঢুকে থাকে তবে সবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত৷ কারণ সীমান্ত সুরক্ষা কেন্দ্রের অধীন। কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে দলীয় প্রার্থী প্রণবকুমার দে (Pranabkumar Dey)র সমর্থনে প্রচারে গিয়ে বৃহস্পতিবার একথা বলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyapadhyay)। কটাক্ষ করে তিনি বলেন, “আগে চোররা চুরি করে জেলে যেত, এখন বিজেপিতে (Bjp) যায়”।

এদিন বক্সিরহাটের সভায় কড়া ভাষাতে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ৷ মানুষের সঙ্গে বিজেপি প্রতারণা করেছে বলে অভিযোগ করে অভিষেক বলেন, ওদের সঙ্গেও প্রতারণাই করতে হবে। তৃণমূলের যুব সভাপতি বলেন, “বড় ফুল থেকে টাকা নিন। ছোট ফুলে ভোট দিন। একটা করে ভোট দিন আর বহিরাগতদের গালে চড় মারুন”। প্রত্যেকে ভোট দেওয়ার আবেদন করেন অভিষেক৷
তিনি চ্যালেঞ্জ করে বলেন, “যেদিন যে কেনো বুথের যে কোনো মঞ্চে উন্নয়নের নিরিখে প্রতিযোগিতা হোক৷ রিপোর্ট কার্ড হাতে নিয়ে কথা হোক। বিজেপিকে দশ-শূন্যে হারাব”। সভা উপস্থিত ছিলেন তৃণমূলের দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:মমতা সরকারের একমাত্র লক্ষ্য বাংলার মানুষের পাশে দাঁড়ানো, সপ্তগ্রামে বার্তা শতাব্দীর









































































































































