প্রকাশ্যে গুলি করে যুবককে খুন, ভোটের আগে উত্তপ্ত কোচবিহার,

0
1

আর মাত্র কয়েকদিন পরেই বাংলায় চতুর্থ দফার নির্বাচন। আর তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। বুধবার মুখ্যমন্ত্রীর সভার শুরুর আগেই প্রকাশ্যে গুলি করে খুন করা হল এক যুবককে। মৃত ওই যুবকের গয়নার দোকান আছে। নিজের দোকানে সামনেই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। যদিও এই হত্যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে কী না তা এখনও জানা যায়নি।  মৃত যুবকের নাম প্রাণতোষ সাহা । এদিকে এই হত্যার  ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয় এলাকা।  ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে।   অবরোধ তুলতে কড়া ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, বাইকে করে দুই যুবক সোনার ব্যবসায়ী প্রাণতোষ সাহার দোকানের সামনে আসে। এরপরেই  খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হেলমেট এবং মাস্কে মুখ ঢাকা ছিল তাই কাউকে দেখতে পায়নি স্থানীয়রা।  যে বাইকে  চেপে তারা এসেছিল সেটিতে কোনও নম্বর প্লেট ছিল না বলে জানা গিয়েছে। তাই দুষ্কৃতীদের সম্পর্কে  সঠিক কোনও তথ্য এখনও পুলিশ সংগ্রহ করতে পারেনি। গোটা ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।

Advt