মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী আক্রান্ত, আঘাত গুরুতর, অভিযুক্ত বিজেপি

0
3

বাড়ি ফেরার পথে আক্রান্ত মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রিসভার সদস্য গিয়াসুদ্দিন মোল্লা     ( Giasuddin Molla) এবং তাঁর ভাই মুজিবুর মোল্লা। সূত্রের খবর, গিয়াসুদ্দিন মোল্লার মাথায় আঘাত গুরুতর৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত সমাজবিরোধীরা এই হামলা চালিয়েছে৷

এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেন। বাসেও আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ খবর, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি৷

জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে নিজের গাড়িতেই উস্তির বাড়িতে ফিরছিলেন গিয়াসুদ্দিন। সিরাকল রাজারহাট এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চালায় একদল লোক। প্রসঙ্গত, ঠিক একই জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ও আক্রান্ত হয়েছিলো৷ তৃণমূলের অভিযোগ বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা প্রাণে মারতে চেয়েছিল গিয়াসুদ্দিনকে। বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে।

আরও পড়ুন- ‘কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করো’, মমতার মন্তব্যের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Advt