খুন-অ্যাসিড হামলার হুমকি দিচ্ছেন শান্তনু ঠাকুর! অভিযোগ মমতাবালা ঠাকুরের মেয়ের

0
2

বিতর্কে জড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর বিরুদ্ধে খুন ও অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ করলেন তাঁরই পরিবারের সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। এই ঘটনায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানাতেও অভিযোগ করা হয়েছে।

এই প্রসঙ্গে মধুপর্ণা ঠাকুরের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। শান্তনু ঠাকুর তাঁকে খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।  তিনি আরও বলেন, সম্প্রতি মেলার মাঠে গিয়েছিলাম। ওই মেলা মা-ই করান। মেলায় নাগরদোল বসতে দেওয়া হচ্ছে না। ওখানে শান্তনু ঠাকুর আমাকে হুমকি দেন, ঘরে চলে যা। তা না হলে লোক ঘরবাড়ি ভেঙে ফেলব। সূর্যের মুখ দেখতে পারবি না। মার্ডার হয়ে যাবি। নিজের ঘরেই আমি নিরাপত্তহীনতায় ভুগছি। যে কোনও সময় যা কিছু করতে পারে। ওদের কাছে গুন্ডা তো রয়েইছে। ঠাকুর বাড়িতে থাকতে দেবে না। ২ তারিখের পর দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন শান্তনু ঠাকুর। শুধু শান্তনু ঠাকুর নয়, মঞ্জুলকৃষ্ণ ঠাকুরও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছেন শান্তনু ঠাকুর। তাঁর সাফ কথা, ‘সিমপ্যাথি আদায়ের জন্য এসব বলা হচ্ছে। ওইসব অভিযোগ শুধু মিথ্যেই নয়, এটা সিমপ্যাথি আদায়ের একটা পরিকল্পনা’।

আরও পড়ুন- আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে শোকজ নোটিশ কমিশনের

Advt