উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে পর্বে জয় রিয়ালের

0
3

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে (  uefa champions league)  কোয়ার্টার ফাইনালে প্রথম পর্বে জয় পেল রিয়াল মাদ্রিদ( real madrid) । মঙ্গলবার রাতে তারা হারাল লিভারপলকে( Liverpool )। ম‍্যাচের ফলাফল ৩-১। জোড়া গোল ভিনিসিয়স জুনিয়রের।

ম‍্যাচের প্রথম থেকে আক্রমণে ঝাপায় জিনেদিন জিদানের দল। ম‍্যাচের ২৭ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিয়স জুনিয়র। ম‍্যাচের ৩৬ মিনিটে ২-০ করেন অ‍্যাসেন্সিও।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফেরার চেষ্টা চালায় লিভারপুল। ৫১ মিনিটে লিভারপুলের হয়ে ১-২ করেন মহম্মদ সালাহ। ম‍্যাচের ৬৫ মিনিটে রিয়ালকে ৩-১ গোলে এগিয়ে দেন জুনিয়র।

এই জয়ের ফলে দ্বিতীয় পর্বে খেলতে নামার আগে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় রিয়াল। তবে লিভারপুলের সুবিধা বাইরের মাঠে ১ গোল করে রাখায়। নিজেদের মাঠে খেলার সময় সেই সুবিধা নিতে পারেন কি না নজর থাকবে সেই দিকেই নজর ফুটবল বিশ্বের।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার শ‍্যাম থাপা

Advt