বাড়ল জয়ার বঙ্গ সফরের দিন, কারণ কী?

0
1

তৃণমূলের হয়ে প্রচারে আরও কিছুদিন বাংলায় থাকছেন সমাজবাদী পার্টির (Sp) সাংসদ জয়া বচ্চন (Jaya Bacchan)। তৃণমূলের তরফে বুধবার এই খবর জানানো হয়েছে। প্রথমে তিনদিনের জন্য শাসকদলের হয়ে প্রচারে এসেছিলেন জয়া। জানিয়েছিলেন তাঁর দলের নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) তাঁকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এবার তাঁর সফরের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন তৃণমূলের প্রার্থী হয়ে প্রচার করবেন ‘ধন্যি মেয়ে’।

বৃহস্পতিবার, হাওড়ায় (Howrah) তাঁর প্রচার হয়েছে। বাকি কর্মসূচি পরে জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর। যে প্রার্থীর হয়ে রোড শো করছেন জয়া, সেখানে জনসমর্থন উজ্জীবিত করছে শাসকদলকে। এই কারণেই অনেক প্রার্থী চাইছেন তাঁদের হয়ে প্রচার করুন সমাজবাদী পার্টির সাংসদ। তৃণমূলের তরফে জানানো হয়েছে, “জয়া দি কাউকে আশাহত করতে চাইছেন না”। সেই কারণেই তাঁর বঙ্গ সফর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন- বিজেপি ‘অশান্তি’ আনবে! দিন্দার টুইটে নেটিজেনদের কটাক্ষ, ‘সত্যিটাই বলেছেন’

Advt