শিবপুরের রোড শো-এ পুষ্পবৃষ্টি, ভুল উচ্চারণে বাংলা বলে অপমান করছে বিজেপি: অভিষেক

0
3

তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই ফের সভা ও রোড শো করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। বুধবার, হুগলির (Hoogli) দুটি বিধানসভা কেন্দ্রে জনসভা শেষে হাওড়ার (Howrah) শিবপুরে রোড শো করেন যুব তৃণমূল সভাপতি। শিবপুর বিধানসভায় ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে ডিসি ট্র্যাফিক অফিস পর্যন্ত দলীয় প্রার্থীর রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় জনসমাবেশ হয় সেই রোড শোতে। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন স্থানীয় বাসিন্দারা। উঁচু বাড়ির ছাদ, বারান্দা থেকে ট্যাবলোর উপর পুষ্পবৃষ্টি করা হয়। দীর্ঘ রাস্তায় শুধু কালো কালো মাথা দেখা দিয়েছে। রোড শো-র শেষে আপ্লুত অভিষেক বলেন, যেভাবে শিবপুরের মানুষ তাঁদের গ্রহণ করলেন তা দেখেই বোঝা যাচ্ছে আগামী ১০ তারিখ ইভিএমে জোড়াফুলেই তাঁরা ভোট দেবেন।

রোড শো-র শেষে ট্যাবলো থেকে যখন অভিষেক ভাষণ দিচ্ছেন, তখন সেখানে বিপুল জনসমাগম। ভিড়ে আটকে যায় একটি অ্যাম্বুল্যান্স। অভিষেক নিজে ভাষণ থামিয়ে কর্মীদের নির্দেশ দেন রাস্তা ফাঁকা করে অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে। নির্বিঘ্নে পেরিয়ে চলে যায় সেটি।

অভিষেক অভিযোগ করেন, বাংলা না জেনেই বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে বিজেপি। বাংলার কৃষ্টি-সংস্কৃতি জানে না গেরুয়া শিবির। ভুল উচ্চারণে বাংলা বলে তারা বাঙালীদের অপমান করছেন বিজেপি নেতারা- মন্তব্য করেন তৃণমূল সাংসদ। উল্লেখ করেন নরেন্দ্র মোদির সাম্প্রতিক ভাষণের বাংলায় বংশের বলা অংশের।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণ মূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। এইসব জনকল্যাণ মূলক প্রকল্প অব্যাহত রাখতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান তৃণমূল সাংসদ।

আরও পড়ুন- রাজীবকে সঙ্গে নিয়ে রিকশাচালক শিশিরের বাড়ি মধ্যাহ্নভোজ সারলেন শাহ

Advt