রাজ্যে চতুর্থ দফা ভোট আগামী শনিবার৷ তার আগেই দুই বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে (DM) সরিয়ে দিল কমিশন। বদলি হলেন কলকাতার রিজেন্ট পার্ক ও বাঁশদ্রোণী থানার ওসি (OC)।পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগেই এই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।রাজ্যে প্রশাসনিক রদবদল চলছেই। ভোট ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে রাজ্য পুলিসে রদবদল চলছে। বাদ যাননি DG, ADG (আইনশৃঙ্খলা) পদাধিকারীরাও।
আরও পড়ুন- যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে বামপন্থীদের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন কুণালের








































































































































