করোনায় আক্রান্ত আরসিবির ড্যানিয়েল স্যামস

0
2

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল( Ipl) । তার আগে করোনায়( corona) থাবায় জর্জরিত ফ্র্যাঞ্চাইজি দল গুলো। প্রতিদিন আট ফ্র্যাঞ্চাইজির কোনও না কোনও ব্যাক্তির করোনা আক্রান্ত হচ্চেন। এ বার করোনা আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অল রাউন্ডার ড্যানিয়েল স্যামস (Daniel Sams)। বুধবার টুইট করে জানায় আরসিবির (RCB) ।

টুইটারে আরসিবি লেখে “৩ এপ্রিল ড্যানিয়েল স্যামস যখন চেন্নাইয়ের টিম হোটেলে যোগ দিয়েছিলেন, তখন তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। ৭ এপ্রিল দ্বিতীয় পরীক্ষার সময় রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত স্যামসের করোনার কোনও উপসর্গ নেই এবং তিনি আইসোলেশনে রয়েছেন। বিসিসিআইয়ের সমস্ত নিয়ম তিনি মেনে চলছেন তিনি। এছাড়াও আরসিবির মেডিক্যাল টিম ড্যানিয়েল স্যামসের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।”

ড্যানিয়েল স্যামস আক্রান্ত হলেও, সুস্থ পাড়িক্কল। করোনার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। আরসিবির পক্ষ থেকে টুইটারে জানানো হয়, পাড়িক্কলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর, এ দিনই দলের সঙ্গে ফের যোগ দিলেন তিনি। এখন তিনি সুস্থ আছেন।

আরও পড়ুন:দিল্লির পর এবার পাঞ্জাবেও জারি নাইট কার্ফু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

Advt