আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে শোকজ নোটিশ কমিশনের

0
1

সংখ্যালঘু সম্প্রদায়েরের উদ্দেশ্যে করা মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে- এই অভিযোগে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) শোকজ (Show cause) নোটিশ দিল নির্বাচন কমিশন। 48 ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।

তেসরা এপ্রিল তারকেশ্বরের জনসভায় তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে 5 এপ্রিল কমিশনে নালিশ জানান বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি (Mukhtar Abbas Nakbhi)। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানায় পদ্ম শিবির।

তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আগেই দলের তরফে বলা হয়েছিল, নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খাচ্ছে। তৃণমূল নেত্রী এ বিষয়ে সরব হন। সরাসরি প্রশ্ন তোলেন, অমিত শাহ কি নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন? এবার এই শোকজের তৃণমূল নেত্রী কী জবাব দেন সেটাই দেখার।

Advt