শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

0
1

ফের আক্রান্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি সভা সেরে ফেরার পথে গাড়িতে হামলা চাালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ির কাঁচ। বোমাবাজির অভিযোগও উঠেছে। এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল দিলীপের। বিজেপি-র অভিযোগ, সভা শেষে ফেরার পথে তৃণমূল কর্মীরা হামলা চালায় রাজ্য সভাপতির গাড়িতে। সেইসঙ্গে কনভয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের ঝান্ডা নিয়ে বোম – বন্দুক নিয়ে হামলা হয়েছে। এমন পরিস্থিতির মুখে কোনওদিন পড়িনি। আমার গাড়িতে দুটো বোমা মারা হয়েছে। পাথরও ছুুঁড়েও হামলা হয়েছে। উত্তরবঙ্গে বিজেপি-র ক্ষমতা বেশি। তাই ওরা অশান্তি করার চেষ্টা করছে। পুলিশ ওদের সাহায্য করছে। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।’’ পুরো ঘটনা নিজের ফেসবুক লাইভেও বলেন দিলীপ।

আরও পড়ুন- নিজের নয়, পিছনে থাকা ‘হাতের’ ভরসাতেই সোনার বাংলা গড়তে চান মিঠুন চক্রবর্তী

Advt