নিহত জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেফতার অসমের লেখক

0
1

মাওবাদী হামলায় নিহত জওয়ানদের নিয়ে নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে প্রথমে সমালোচিত ও পরে গ্রেফতার হলেন অসমিয়া লেখক শিখা শর্মা। সেনারা বেতনের বিনিময়ে কাজ করেন, তাই বেতনভুক্ত সেনা মারা গেলে শহীদ বলা ঠিক নয়- এমনই বিতর্কিত মন্তব্য করায় দেশদ্রোহ আইনে গ্রেফতার হন তিনি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হবে।

সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত জওয়ানদের ‘শহিদ’ তকমা দেওয়ায় আপত্তি তোলেন শিখা। নিজের সোশ্যাল সাইটে তিনি একটি পোস্ট করে বলেন, ‘বেতনভুক চাকরিজীবী কেউ কর্তব্যরত অবস্থা মারা গেলেই তাঁকে শহিদ বলা চলে না। তাই যদি হয়, সে ক্ষেত্রে তো বিদ্যুৎ বিভাগে কর্মরত কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে, তাঁকেও শহিদ বলা উচিত। সংবাদমাধ্যমগুলিকে বলি, মানুষের মনে আবেগ তৈরি করবেন না’।

আরও পড়ুন- চতুর্থ দফার ভোট শনিবার, তার আগে ৩ জেলার DM, কলকাতার দুই OC বদল

শিখা শর্মার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে গোটা অসম জুড়ে। শিখার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। এফআইআর-এর ভিত্তিতে শিখা শর্মাকে গ্রেফতার করে অসম পুলিশ। দেশদ্রোহ -সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে শিখার বিরুদ্ধে।

Advt