ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, ট্যুইটে অভিযোগ মমতার

0
12

পশ্চিমবঙ্গে মঙ্গলবার তৃতীয় দফায় মোট ৩১ টি কেন্দ্রে ভোটদান পর্ব চলছে। তার মধ্যে হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। সঙ্গে মারধরেরও অভিযোগ ওঠে। অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। ট্যুইটে করে এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয়দের একাংশের অভিযোগ,বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হয়ছে তাঁদের। তবে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর মায়ের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ ওড়াল কমিশন

এর আগে হুগলির গোঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। ইতিমধ্যে এই ঘটনায় রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, কমিশনে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে, জানাল কমিশন।

Advt